বেয়ারস্টোর মন্তব্যে ক্ষুদ্ধ ভন

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
দর্শকদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টোর করা মন্তব্যে হতাশ দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। নেতিবাচক মন্তব্য না করে দলকে সেমিফাইনাল নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুটি ম্যাচ হেরে সেমিফাইনালের পথে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। এ কারণে বেয়ারস্টোদের সমালোচনা হচ্ছে ইংলিশ মিডিয়ায়।
সমর্থকরা চায় ইংল্যান্ড প্রতি ম্যাচেই হারুক, এমনটা দাবি করেছেন বেয়ারস্টো।
বেয়ারস্টোর এই মন্তব্যকে 'নেতিবাচক এবং আশাহীন' উল্লেখ করে ভন বলেছেন, 'জনি (বেয়ারস্টো) এমন কথা কীভাবে বলতে পারে। ইংল্যান্ড কখনও তেমন সমর্থন পায়নি। কিন্তু এটাও ঠিক যে তুমি এবং তোমার দল হতাশ করছো।
দুটি ম্যাচ জেতো, তাহলেই সেমিফাইনাল নিশ্চিত তোমাদের। তোমাদের নেতিবাচক এবং আশাহীন মানসিকতা আমাকে ভাবাচ্ছে। এটা অবশ্যই মিডিয়ার দোষ না যে তোমারা তিন ম্যাচ হেরে গেছো।'
এর আগে গত বৃহস্পতিবার বেয়ারস্টো বলেছিলেন, 'মানুষ আমাদের হারের অপেক্ষা করে। তারা চায় না আমরা জিতে যাই। তারা বিভিন্নভাবে চায় আমরা হেরে যাই, যাতে করে তারা আমাদের চেপে ধরতে পারে। শুধু ক্রিকেট নয়, ইংলিশরা যেকোনো খেলায় এমন করে।'
