টস জিতল দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
আজ (শুক্রবার) রিভারসাইড কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলেও দক্ষিণ আফ্রিকার তা আরও আগেই শেষ। সাত ম্যাচ খেলে প্রোটিয়ারা মাত্র একটিতে জয় পেয়েছে। তাও আবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে।
টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস এখন তলানিতে। অন্যদিকে, বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ডকে হারানোর স্মৃতি নিয়ে প্রোটিয়াদের মোকাবেলা করবে শ্রীলঙ্কা।
মাঠের লড়াই শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে পরিসংখ্যান। বিশ্বকাপে তারা লঙ্কানদের মুখোমুখি হয়েছে পাঁচ ম্যাচে। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে প্রোটিয়ারা। একটি ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। বাকি একটি ম্যাচ টাই হয়েছে।