অজিদের দুশ্চিন্তা উইলিয়ামসন

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কেন উইলিয়ামসনকে নিয়ে দুশ্চিন্তায় আছে অস্ট্রেলিয়া। কিউই অধিনায়কের সাম্প্রতিক ফর্ম ভাবাচ্ছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
শনিবার লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে গণমাধ্যমে উইলিয়ামসনের বেশ প্রশংসা করেছেন ফিঞ্চ। একইসাথে তাঁকে দ্রুত ফেরানোর উপায়ও বলে দিয়েছেন অজি অধিনায়ক।

'সে অসাধারণ খেলছে। যেকোনো ফরম্যাটেই সে বিশ্বসেরাদের একজন। শেষ তিন থেকে চার বছরে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়েছেন তিনি।
উইলিয়ামসনকে ফেরাতে হলে বোলারদের লাইন লেন্থে অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। সে এতোটাই বিধ্বংসী যে আপনি যদি তাঁকে স্টাম্পের বাইরের বল দেন তাহলে সে আপনার ওপর চওড়া হবেই। একটানা যদি লেন্থে বল করতে পারেন তাহলেই আপনি তাকে পরাস্ত করতে পারবেন।'
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন উইলিয়ামসন। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে করেছেন ১৩৮ গড়ে ৪১৪ রান। অস্ট্রেলিয়ার সাথে শেষ দেখায়ও সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডও বেশ ভালো কিউই অধিনায়কের। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে ৪১.৬ গড়ে ৪১৬ রান করেছেন তিনি।