মানুষ চায় আমরা হেরে যাইঃ বেয়ারস্টো

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের দর্শকদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির ওপেনার জনি বেয়ারস্টো। সমর্থকরা চায় ইংল্যান্ড প্রতি ম্যাচেই হারুক, এমনটা দাবী করেছেন এই মারকুটে ব্যাটসম্যান।
চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার কাছে টানা দুইটি ম্যাচ হেরে সেমিফাইনালের পথে কিছুটা পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড। এ কারণে সমালোচনা চলছে ইয়ন মরগানের দলকে নিয়ে।

সমালোচনার জবাবে বেয়ারস্টো জানান, 'মানুষ আমাদের হারের অপেক্ষা করে। তারা চায় না আমরা জিতে যাই। তারা বিভিন্ন ভাবে চায় আমরা হেরে যাই, যাতে করে তারা আমাদের চেপে ধরতে পারে। শুধু ক্রিকেট নয়, ইংলিশরা যেকোনো খেলায় এমন করে।'
বিশ্বকাপের উইকেট নিয়েও আপত্তি আছে বেয়ারস্টোর। গত কয়েকবছর ইংল্যান্ড ঘরের মাটিতে যেসব উইকেটে খেলে আসছে তা থেকে বিশ্বকাপের উইকেটকে আলাদা দাবী করেছেন তিনি।
'শেষ দুই বছর আমরা যেসব উইকেটে খেলে আসছি সেগুলোর সাথে বিশ্বকাপের উইকেটের কোনও মিল নেই। আমি জানি না উইকেটের কিভাবে পরিবর্তন হল।
আমি অজুহাত দিচ্ছি না। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল যা আমরা খেলতে পারিনি। আমরা সেটা জানি।' বলেছেন বেয়ারস্টো।