সীমাবদ্ধতা হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে!

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
একাদশে দ্বিতীয় স্পিনার না থাকায় পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডকে হারতে হয়েছে বলে মনে করছেন দলটির স্পিনার মিচেল সান্টনার।
বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে হারার পর এমনটা বলেছেন বাঁহাতি এই স্পিনার। একাদশে আরেক স্পিনার ইশ সোধি থাকলে ম্যাচের ফল পাল্টে যেতে পারতো বলে মনে করেন সান্টনার।
'অবশ্যই উইকেটে কিছুটা টার্ন ছিল। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি টার্ন ছিল অবশ্যই। টসের সময় আমরা ভেবেছিলাম একজন স্পিনার নিয়েই কাজ হয়ে যাবে।
কিন্তু এমন উইকেটে স্পিনাররাই উইকেট নিতে পারে। পাকিস্তানের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। তারা মাঝের ওভারগুলোতে যেভাবে খেলেছে সেটা সত্যিই দারুণ।' ম্যাচ শেষে বলেছেন সান্টনার।
গত বুধবার বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে বাবর আজমের সেঞ্চুরিতে পাঁচ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
টার্নিং উইকেটে এদিন কিউইদের দ্বিতীয় স্পিনারের ভূমিকা পালন করেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক আট ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচায় এক উইকেট পেয়েছেন।
