এবার কি ভারতকে সমর্থন করবে পাকিস্তানিরা, প্রশ্ন নাসেরের

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের সমর্থকদের সঙ্গে ভারত ইস্যুতে রসিকতা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রেক্ষাপট নিয়ে টুইটারে রসিকতা করেন নাসের।


গত বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রেখেছে ৯২'র বিশ্বচ্যাম্পিয়নরা। সাত ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে গ্রুপ পর্বে তাদের অবশিষ্ট দুটি ম্যাচে অবশ্যই জিততে হবে।


বাকি দুই ম্যাচ জিতলেই হচ্ছে না। ইংল্যান্ডের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে সরফরাজবাহিনীকে। সাত ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা ইংল্যান্ড গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই ম্যাচে (অন্তত একটিতে) হারলেই কেবল পাকিস্তানের সম্ভাবনা থাকবে। 


promotional_ad

আগামী রবিবার বার্মিংহামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচে পাকিস্তানিরা কোন দলকে সমর্থন করবে, এটা নিয়েই রসিকতা করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের। 


টুইটারে নাসের লিখেছেন, 'পাকিস্তানের সমর্থকদের প্রতি প্রশ্ন, ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে তোমরা কাদের সমর্থন করছো?'


নাসের রসিকতা করলেও পাকিস্তানিদের জন্য এটাই বাস্তবতা। চলমান বিশ্বকাপে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জয় চাওয়া ছাড়া উপায় নেই দলটির সমর্থকদের জন্য।


ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বন্দ্ব বহু পুরনো। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব লম্বা সময় ধরে ক্রিকেটে চলে আসছে। 


গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার পরে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলতেই নারাজ ছিল ভারত। এ নিয়ে দুই দেশের সাবেক ক্রিকেটাররা বেশ কয়েকবার কথার দ্বন্দ্বেও জড়িয়েছিলেন। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball