ওয়েস্ট ইন্ডিজ একাদশে অ্যামব্রিস

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তাঁর জায়গায় স্কোয়াডে প্রবেশ করেছেন ওপেনার সুনিল অ্যামব্রিস। ভারতের বিপক্ষে খেলছেন তিনি।
এছাড়াও ভারতের বিপক্ষে সুযোগ মিলেছে ফ্যাবিয়েন অ্যালেনের। এই দুজনকে জায়গা করে দিয়েছেন এভিন লুইস এবং অ্যাশলে নার্স।
আজ (বৃহস্পতিবার) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।

ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একাদশ অপরিবর্তিত রেখেছে ভারত।
পয়েন্ট তালিকায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বরে আছে তারা।
সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে হারানোর বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই কাজটি যে কতটা কঠিন তা ভালোই উপলব্ধি করছে হোল্ডারবাহিনী।
কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। আর একটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে।
ভারত একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শেই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, শেল্ডন কর্টরেল, ওশানে থমাস।