শেষ ভালোর অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা ভালো করতে চায় দক্ষিণ আফ্রিকা। যদিও তাতে সব ভালো হচ্ছে না তাদের। কারণ ইতোমধ্যে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবু শেষটা রাঙাতে চায় প্রোটিয়ারা। তাতে অন্তত কিছুটা সান্ত্বনা নিয়ে বাড়ির প্লেন ধরতে পারবেন হাশিম আমলা-ফাফ ডু প্লেসিরা।
চলতি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরান তাহির ও অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁদের জন্য হলেও বাকি দুই ম্যাচে জয় চাইবে দক্ষিণ আফ্রিকা। এই দুই জয় থেকে আত্মবিশ্বাসের খোরাক খুঁজছেন সহকারী কোচ মালিবংউই মাকিটা।

আগামী ২৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার লি ষ্ট্রীটে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৬ জুলাই ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করবে ডু প্লেসির দল। এই ২ ম্যাচে ভালো খেলে হতাশার বেড়াজাল থেকে বের হতে চান তারা।
মাকিটা বলেছেন, 'আমরা উঁচুতে থেকে শেষ করার ব্যাপারটা নিশ্চিত করতে চাই। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা বিশ্বকাপের পরে অবসর নেবে। দুটি জয় আমাদের অনেক দূর নিয়ে যাবে। এটাই এখন আমাদের বিশ্বকাপের লক্ষ্য এবং আমরা নিজেদেরকে আর হতাশ করতে চাই না।'
৭ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া প্রোটিয়ারা সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে চায়। এ ক্ষেত্রে মাকিটার প্রত্যাশা, পূর্বের সাফল্য মনে রেখে দলকে উৎসাহ প্রদান করবেন সমর্থকরা।তাঁর ভাষ্যমতে, ‘এটি আমাদের সবার জন্যই কিছুটা কঠিন। আমরা ভালো পারফর্ম করিনি এবং আমাদের এর জন্য ভুগতে হতোই। আমরা দায়িত্ব নিতে ইচ্ছুক, তবে আশা করি আমরা এখানে যা করেছি তার থেকেও বেশি আমাদের মূল্যায়ন করা হবে। এর আগে অনেক ভালো কাজ করেছি আমরা। আশা করি সেগুলো গণ্য করা হবে।'
দায়িত্ব ছাড়ার আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ভালো অবস্থানে দেখতে চান প্রোটিয়া সহকারী কোচ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা এখানে এসেছিলাম জেতার জন্য এবং সেটা হয়নি। আমরা নিশ্চিত করতে চাই, যখন আমরা দায়িত্ব ছেড়ে দিবো যেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি ভালো অবস্থানে থাকে। এই মুহূর্তে সেটি মনে নাও হতে পারে, তবে আমরা যথেষ্ট অবদান রেখেছি।'