দুঃখিত মরগান, তুমি ভুলঃ নাসের হুসেইন

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমালোচনা থেকে নিজ দলের বোলারদের বাঁচিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। তাঁর মতে, উইকেটের সুবিধা ছাড়াই ম্যাচে ভালো বোলিং করেছে ইংলিশ পেসাররা। মরগানের এমন বক্তব্য পছন্দ হয়নি দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেইনের।
মরগানের ব্যাখ্যাকে ভুল হিসেবে দেখছেন তিনি। ইংল্যান্ডের স্থানীয় একটি পত্রিকায় 'দুঃখিত মরগান, তুমি ভুল' শিরোনামে লেখা নিজ কলামে মরগানের বক্তব্যের সমালোচনা করেছেন নাসের।
'মরগানের সঙ্গে সাধারণত আমার মতের অমিল হয় না। কিন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর মরগান বলেছে ইংলিশ পেসাররা ভাগ্যের সহায়তা ছাড়াই ভালো বল করেছে, এ কথার সঙ্গে আমি একমত নই।
শুধুমাত্র তাদের বোলিং শক্তির কারণে এর আগেও বোলিং কন্ডিশনে টস জিতে পার পেয়ে গেছে ইংল্যান্ড। তাদের বোলাররা ভালো লেন্থে বল করতে পারার কারণই ছিল মুখ্য। কিন্তু এবার মাত্র কয়টি বল স্টাম্পে আঘাত করতে পেরেছে? আমার মনে হয় তা যথেষ্ট নয়।'
মরগানের এমন বক্তব্যের কারণও অবশ্য খুঁজে পেয়েছেন নাসের, 'সম্ভবত মরগান তার বোলারদের সমালোচনা থেকে বাঁচাতে চেয়েছে। ইংল্যান্ড তো এখনই বিশ্বকাপ থেকে বাদ যায়নি। তবে তাদের অবস্থা বেশ নাজুক।'
গত মঙ্গলবার লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে সাত উইকেটে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৪.৪ ওভারে ২২১ রানেই অলআউট হয় মরগানের দল।
