ছোটবেলার স্বপ্ন ছুঁয়ে রোমাঞ্চিত অজি পেসার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
'ক্রিকেটের মক্কা' খ্যাত লর্ডসে অস্ট্রেলিয়ার হয়ে খেলার স্বপ্ন ছোটবেলা থেকে দেখে আসছেন জেসন বেহরেনডর্ফ। মঙ্গলবার সেই স্বপ্ন পূরণ হয়েছে অজি এই পেসারের। স্বপ্ন পূরণের ম্যাচে ইংল্যান্ড বধেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেহরেনডর্ফ। স্বপ্নের মাঠে এমন একটি ম্যাচ খেলে দারুণ রোমাঞ্চিত তিনি।
'ছোটবেলায় স্বপ্ন দেখতাম লর্ডসের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলব। এটা আমার প্রথম ম্যাচ ছিল এখানে। অবশ্যই বিশেষ কিছু।
এটাকে আমি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে রাখতে চাই। আপনি সাধারণত দলের হয়ে খেলবেন না, কিন্তু লর্ডসে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেবেন- এটা দারুণ অনুভূতি।' ম্যাচ শেষে বলেছেন বেহরেনডর্ফ।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন বেহরেনডর্ফ। দলে মিচেল স্টার্কের মতো বাঁহাতি পেসার থাকার কারণে নিয়মিত একাদশে সুযোগ মেলে না তাঁর। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখেন বাঁহাতি এই পেসার।
'মাঝেমধ্যে আপনি যদি তিনজন ডানহাতি পেসার খেলাতে পারেন তাহলে কেন দুইজন বাঁহাতি পেসার খেলাতে পারবেন না। মিচেল এবং আমি দুজনই ভিন্ন ভূমিকা পালন করি দলের জন্য। তার সঙ্গে খেলতে পেরে ভালো লাগছে।'
