আত্মবিশ্বাস কমে গেছে আমাদেরঃ মরগান

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ হারে নিজ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস কমে গিয়েছে বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারের পর গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন ইংলিশ দলপতি। মরগানের মতে, আত্মবিশ্বাস কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং উইকেটেও ভালো খেলতে পারেনি ইংল্যান্ড।

'আমাদের আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে এটা কোনও ক্রিকেটারকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে হয় না। সাধারণত ম্যাচ হেরে গেলে ড্রেসিং রুমে গিয়ে খুব বেশি আলোচনা করি না আমরা। ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
ব্যাটিং সহায়ক উইকেটে আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি। যেখানে আমাদের অনেক স্ট্রাইক পরিবর্তন করার দরকার ছিল, আমরা তা করতে পারিনি।' ম্যাচ শেষে বলেছেন মরগান।
আগামী রবিবার (৩০ জুন) ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে হেরে গেলে সেমিফাইনাল ওঠা অনেক কঠিন হয়ে পড়বে স্বাগতিকদের জন্য ।
সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে মরগানের দল। নিজেদের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।