অবশেষে অস্ট্রেলিয়া একাদশে ন্যাথান লায়ন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিনার ন্যাথান লায়ন। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা মিলেছে তাঁর। তাঁর সঙ্গে অজি একাদশে জায়গা মিলেছে পেসার জেসন বেহরেনড্রফের।
বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে মাঠে গড়াতে যাচ্ছে যাচ্ছে ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
এই ম্যাচেও ইংল্যান্ডের একাদশে নেই ওপেনার জেসন রয়। জেমস ভিন্সকে নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। একাদশে কোনও পরিবর্তন করেনি তাঁরা।

ছয় ম্যাচে পাঁচটি জয়ে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচে চারটি জয়ে আট পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান চার নম্বরে।
এদিকে সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে তাই শক্ত সমীকরণের মুখে ইংলিশরা।
গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। অস্ট্রেলিয়া ম্যাচের পর ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত এবং নিউজিল্যান্ড। তাই ম্যাচে বাড়তি চাপে থাকবে ইংলিশরা।
ইংল্যান্ড একাদশঃ
জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জেসন বেহরেনড্রফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন।