দুয়োতে কান দিবেন না স্মিথ-ওয়ার্নাররাঃ ফিঞ্চ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ইংল্যান্ড সমর্থকরা দুয়ো দিলে তাতে আপত্তি নেই তাঁর।
জবাবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন ইংলিশ সমর্থকদের দুয়োতে কান দিবেন না স্মিথ-ওয়ার্নাররা। পেশাদার ক্রিকেট হিসেবে দর্শকদের কথায় কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি স্মিথ এবং ওয়ার্নারকে।

সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেছেন, 'ক্রিকেটার হিসেবে দর্শক কী বলল সেটা নিয়ে ভাবার কোনও কারণ নেই। যখন স্টিভরা ব্যাটিংয়ে নামবে তখন এসব কিছুই তাদের মাথায় থাকবে না। দর্শকের অল্প কিছু অংশ দুয়ো দিলে সেটাতেও কিছু যায় আসে না।
এটা শুধুই অন্য দশটি আওয়াজের মতো। এখন পর্যন্ত দুয়োতে দলের কারোর ওপর প্রভাব পড়েনি, এটা নিশ্চিতভাবেই আমি বলতে পারি। দুয়ো তাদের আরও অনুপ্রেরণা জুগিয়েছে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচেও দুয়ো দিয়েছিল ইংলিশ সমর্থকরা। সেই ম্যাচে ডেভিড ওয়ার্নারের ব্যাটে এসেছিল ৪৩ রান। আর সেঞ্চুরি (১১৬) এসেছিল স্মিথের ব্যাটে।
চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নেমে দুয়োর শিকার হয়েছিলেন স্টিভেন স্মিথরা। যদিও ওই ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দর্শকদের দুইবার দুয়ো দিতে মানা করে অন্যরকম একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন।