সমর্থকদের দুয়োতে আপত্তি নেই মরগানের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচের আগে দর্শকদের দুয়ো দিতে মানা করবেন না ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। দর্শকদের যেমন ইচ্ছা তেমন আচরণ করার অধিকার আছে বলে মনে করেন মরগান।
বল টেম্পারিং ঘটনার পর শাস্তি পেয়ে মাঠে ফেরার পর প্রায়ই দুয়ো শুনতে হচ্ছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচেও ইংলিশ সমর্থকরা দুয়ো দিয়েছিল তাঁদের।

এরপর ভারতের সাথে খেলতে নামলেও একই ঘটনার শিকার হন তাঁরা। যদিও ভারতের অধিনায়ক বিরাট কোহলি মাঠের মধ্যে দুইবার দর্শকদের দুয়ো দিতে বারণ করেছিলেন।গণমাধ্যমেও দর্শকদের আচরণে অসন্তোষ প্রকাশ করেছিলেন কোহলি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের অনুরোধের কারণে দুয়ো দেয়নি পাকিস্তানের সমর্থকরা। যখন বিভিন্ন দেশের অধিনায়করা স্মিথ-ওয়ার্নারকে স্বাগত জানাচ্ছেন তখন কিছুটা ভিন্ন সুরই দেখা গেল মরগানের কণ্ঠে।
লর্ডসে মাঠে নামার আগের দিন গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলেছেন মরগান। তিনি বলেছেন, ‘দর্শক টাকা দিয়ে টিকেট কেটে খেলা দেখতে আসে। তারা যা ইচ্ছা করতে পারে। এখানে আমাদের কোনও হাত নেই। দুইজন মানুষ যেখানে অপরাধের জন্য শাস্তি পেয়েছে, নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেছে, আপনি আশা করতে পারেন না যে ক্রিকেট দুনিয়ার সবাই তাদের একইভাবে গ্রহণ করবে।'
সমর্থকদের উদ্দেশ্য করে মরগান আরও বলেন, 'এটার জন্য সময় লাগবে। আমি সমর্থকদের থেকে কিছু আশা করছি না, তাদের কিছু করতে বারণও করব না। প্রত্যেক দেশের সমর্থকদের আচরণ ভিন্ন হবে। বিশ্বজুড়ে এটাই হয়ে আসছে।'