ম্যাচ হারার কারণ ব্যাখ্যায় নাইব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ৬২ রানের হারের পর আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব বাজে ফিল্ডিং এবং ক্যাচ মিসকে দুষেছেন। ম্যাচ শেষে বাজে ফিল্ডিংয়ের জন্য হতাশা প্রকাশ করেছেন তিনি।
নিজেদের ভুলের কারণে বাংলাদেশ অন্তত ৩০-৩৫ রান বেশি করেছে বলে মনে করেন নাইব। এর ফলে ২৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড়া করাতে সক্ষম হয় সাকিব তামিমরা।আর সেই লক্ষ্য তাড়া করে ভালো শুরু পেলেও ২০০ রানে অল আউট হতে হয় আফগানদের।
সংবাদ সম্মেলনে নাইব বলেছেন, 'আমি টস জয়ে আনন্দিত। যদি আপনি ম্যাচের দিকে তাকান, আমরা বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া করেছি এবং মিস ফিল্ডিংয়ে ৩০,৩৫ রান দিয়েছি। এগুলো ছাড়া সংগ্রহ এতো বড় হতো না।'

সাউদাম্পটনের উইকেট ম্যাচের শুরু থেকেই কিছুটা ধীর গতির ছিল। ফলে উইকেট থেকে সুবিধা পান ব্যাটম্যানরা। সেই সুবিধা কাজে লাগিয়ে দারুণ ব্যাটিং করে প্রথম ১০ ওভারে কোনো উইকেট হারায়নি আফগানরা।
এরপর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে সব এলোমেলো হয়ে যায় তাদের। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ২৯ রানে ৫ উইকেট নিয়ে একাই ধ্বস নামান আফগানদের ব্যাটিং লাইন আপে।
ম্যাচ শেষে তাই সাকিবকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি নাইব। বলেছেন, 'উইকেট কিছুটা ধীর গতির ছিল এবং এটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তাই আমরা ভালো শুরু করতে পেরেছিলাম (ব্যাটিংয়ে)। কিন্তু সাকিব সব এলোমেলো করে দিয়েছে। সে সত্যিই ভালো বল করেছে। মিস ফিল্ডিংয়ের কারণে আমরা আবারও সুযোগ হাতছাড়া করেছি।'
উইকেট বিবেচনায় ২৬২ রানের লক্ষ্য তাড়া করার মতো ছিল বলে মনে করেন নাইব। শুরুতে বাংলাদেশের উইকেট তুলে নিতে না পারাকেই ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ্য করেছেন আফগান দলপতি।
নাইবের ভাষায়, 'আপনি যদি উইকেটের দিকে দেখেন (২৬২) তাড়া করার মতো। আমরা ঠিক জায়গায় বল করতে পারিনি প্রথম ১০ ওভারে। তাঁরা এই সময়ে পঞ্চাশের মতো রান করেছে। কিন্তু ওই অতিরিক্ত রানগুলো আমাদের ম্যাচ হারিয়েছে।'