promotional_ad

উইলিয়ামসন বীরত্বে কিউইদের চ্যালেঞ্জিং পুঁজি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচেই ১০৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই পারফর্মেন্সের ধারাবাহকিতা এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বজায় রেখেছেন তিনি। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ২৯তম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫৪ বলে ১৪৮ রান করেছেন কিউই দলপতি। তাঁর এই ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ২৯১ রান সংগ্রহ করেছে কিউইরা। 


উইলিয়ামসন ছাড়াও ৬৯ রানের একটি কার্যকরী ইনিংস এসেছে অভিজ্ঞ রস টেইলরের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন বাঁহাতি পেসার শেল্ডন কর্টরেল। ১০ ওভারে ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর ৫৮ রানে ২ উইকেট নিয়েছেন অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।  



promotional_ad

ম্যাচের শুরুতে এদিন টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। এরপর খেলতে নেমে মাত্র ১ রান তুলতেই ওপেনার মার্টিন গাপটিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কর্টরেল। দলীয় ৭ রানের মাথায় আবারও আঘাত হানেন এই পেসার। আরেক ওপেনার কলিন মুনরোকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। গাপটিল এবং মুনরো উভয়ই আউট হয়েছেন শূন্য রানে।


এরপর অবশ্য টেইলর এবং অধিনায়ক উইলিয়ামসনের ১৬০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দলীয় ১৬৭ রানের মাথায় দারুণ খেলতে থাকা টেইলরকে হোল্ডারের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন ক্রিস গেইল। পরবর্তীতে টম লাথামের সাথে চতুর্থ উইকেটে ৪৩ রানে জুটি গড়েন অধিনায়ক। ১২ রান করে কর্টরেলের শিকার হয়ে লাথাম ফিরে গেলে পঞ্চম উইকেটের জেমস নিশামের সাথে ৪১ রানের আরেকটি জুটি দাঁড়া করান উইলিয়ামসন। তাঁর দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় পুঁজি নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। 


সংক্ষিপ্ত স্কোরঃ 



নিউজিল্যান্ডঃ ২৯১/৮ (৫০ ওভার) (উইলিয়ামসন-১৪৮, টেইলর-৬৯; কর্টরেল-৪/৫৬, ব্র্যাথওয়েট-২/৫৮)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball