শাস্তি হচ্ছে না শ্রীলঙ্কার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানের ব্যবধানে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছিল শ্রীলঙ্কা দল। তবে এর জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইসিসিকে আশ্বাস দিয়েছে তাঁরা এই ঘটনার পুনরাবৃত্তি করবে না।

ফলে এই যাত্রায় কঠিন শাস্তির হাত থেকে বেঁচে গেছে দলটি। আইসিসির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে,
'সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে শাস্তি ভোগ করতে হচ্ছে না। শনিবারের ঘটনা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে এই টুর্নামেন্টে এই ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্টকে সব দায়িত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছে।'
আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আসরে প্রতিটি ম্যাচের পর দলের অন্তত একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেই সিদ্ধান্ত না মেনে সংবাদ সম্মেলনে কোনো প্রতিনিধিই পাঠায়নি শ্রীলঙ্কা।
মূলত হতাশার হারের পর লঙ্কান দল অনেকটাই ভেঙে পড়েছিল। তাছাড়া, ম্যাচের উইকেট নিয়েও অসন্তুষ্ট থাকায় সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয় দলটি।