বিশ্বকাপ বলেই লঙ্কানদের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ১১ই জুন মাঠে নামার আগে যথেষ্ট সতর্ক বাংলাদেশ। টুর্নামেন্টটি বিশ্বকাপ বলেই লঙ্কানদের বেশি সমীহ করছে তারা। অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন এমনটা।
গত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। তার আগে ত্রিদেশীয় সিরিজে ১৬৩ রানে লঙ্কানদের পরাস্ত করেছিল মাশরাফি বাহিনী। তবে বিশ্বকাপের আসরে এ সকল পারফর্মেন্স খুব বেশি তারতম্য করে না, বিশ্বাস সাকিবের। ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,
'যেহেতু শেষ কয়েকটা ম্যাচে ওদের (শ্রীলঙ্কা) সাথে জিতেছি অবশ্যই আত্মবিশ্বাস থাকবে। কিন্তু বিশ্বকাপের মত আসরে এগুলা আসলে তারতম্য করেনা। ওই দিনটাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ হবে।'

এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে যে কমপক্ষে আরো পাঁচটি ম্যাচ জিততে হবে সেটিও নির্দ্বিধায় মানছেন সাকিব। আর সেই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ম্যাচটিকে পাখির চোখ করছেন তিনি।
তবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে বর্তমানে কিছুটা নাজুক অবস্থার মধ্যে থাকা বাংলাদেশকে জিততে হলে সর্বোচ্চ সেরা পারফর্মেন্সই উপহার দিতে হবে এই ম্যাচে। সাকিব তাই বলেছেন,
'দেখুন বিশ্বকাপে যদি আমাদের সেমিফাইনাল খেলতে হয় তাহলে ৫-৬টা ম্যাচ জিততে হবে আর প্রতিটা দলই এখানে শক্তিশালী সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করবে। যদি শ্রীলংকার সাথে আমরা জিততে চাই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। তাঁদেরও ওইরকম ম্যাচ উইনার এবং ভালো খেলোয়াড় আছে। তাই আমাদের অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে ওদের সাথে জিততে হলে।'