promotional_ad

সাকিবের দুর্দান্ত শতক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১৮০/৪, ৩৩ ওভারে


সাকিব ১০০*, মাহমুদুল্লাহ ৫*; আর্চার ১/১৪, উড ১/৮


সাকিবের শতকঃ এবারের বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে প্রথম শতক হাঁকিয়েছেন বাঁহাতি সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ বলে শতকটি হাঁকান তিনি। যেখানে নয়টি চার এবং একটি ছয়ের মার ছিল তাঁর।


ক্যারিয়ারের অষ্টম শতক এটি সাকিবের। তাঁর সাথে উইকেটে আছেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।



promotional_ad

পরপর দুই উইকেটের পতনঃ ব্যাট হাতে দুর্দান্ত খেলছিলেন মুশফিক। সাকিবকে দারুণ সঙ্গ দেয়ার সাথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। কিন্তু ৫০ বলে ৪৪ রানের ইনিংস খেলতেই সাজঘরে ফিরেছেন তিনি। তাঁর বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে নামা মোহাম্মদ মিঠুন ফিরেছেন রানের খাতা না খুলতেই।


মুশফিককে ফিরিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। আর মিঠুনের উইকেটটি তুলে নিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। এদিকে দুর্দান্ত ব্যাটিং করে নব্বইয়ের ঘরে পৌঁছে গেছেন সাকিব আল হাসান।


সাকিবের অর্ধশতকঃ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক সাকিব আল হাসান। ইতিমধ্যে টানা তিনটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে অসাধারণ এক অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।


যেখানে তিনটি চার এবং একটি ছয়ের মার আছে তাঁর। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


ফিরলেন তামিমঃ ধীর ব্যাটিং করেও উইকেটে থিতু হতে পারলেন না তামিম। ২৯ বলে ১৯ রানের ইনিংস খেলে ফিরে গেছেন তিনি। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন পেসার মার্ক উড।


এক্সট্রা কাভারে অধিনায়ক ইয়ন মরগানের হাতে তামিমকে ক্যাচ বানিয়েছেন তিনি।



প্রতিরোধ গড়ার চেষ্টায় তামিম-সাকিবঃ শুরুর ধকল থেকে বেরিয়ে আসার চেষ্টায় আছে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং তিনে নামা ব্যাটসম্যান সাকিব আল হাসান। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে সাবধানী ব্যাটিং করছেন তাঁরা দুইজন।


ইতিমধ্যে তাঁদের ব্যাটে পঞ্চাশের ঘর পার করেছে বাংলাদেশ দল। তামিম কিছুটা মন্থর ব্যাটিং করলেও সাকিব ব্যাট হাতে প্রতিপক্ষের বোলার থেকে রান বের করে নেয়ার চেষ্টায় আছেন।


শুরুতেই উইকেট হারাল বাংলাদেশঃ ইংল্যান্ডের দেয়ার ৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাত্র ২ রান সংগ্রহ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে।


জফরা আর্চারের ভেতরে আসা বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন সৌম্য। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সাকিব আল হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball