আমি নিজেও ভেবেছিলাম এটি আউট ছিল- স্যান্টনার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ সাইফুদ্দিনের করা ৪৫তম ওভারের তৃতীয় বলটি সরাসরি প্যাডে আঘাত হেনেছিল কিউইদের বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের। পরবর্তীতে জোরালো আবেদন করেন সাইফুদ্দিন সহ দলের বাকি সদস্যরা। কিন্তু আম্পায়ার পল রাইফেল তাতে সাড়া দেননি।
কোনো রিভিউ হাতে না থাকায় আর তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করার সুযোগ পাননি মাশরাফিরা। স্যান্টনার নিজেও অবশ্য ধারণা করেছিলেন তিনি আউট হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জীবন পাওয়ায় দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, 'সত্যি কথা বলতে আমি নিজেও ভেবেছিলাম এটি আউট ছিল। তবে এসব ছোটখাট বিষয় যখন আপনার পক্ষে যাবে তখন ব্যাপারটি দারুণ।'
উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। মাশরাফিদের ছুঁড়ে দেয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৮ রানের মাথায় ৮ উইকেট হারাতে হয়েছিল কিউইদের।
তবে এরপর ১৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হন ২৭ বছর বয়সী স্যান্টনার। অথচ সাইফুদ্দিনের সেই আবেদনে সাড়া দিলে ৩ রানেই সাজঘরে ফিরতে হতো তাঁকে।