ডু প্লেসিদের বাঁধায় বিশ্বকাপে ফেরা হলো না ডি ভিলিয়ার্সের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবসর ভেঙ্গে এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, কিন্তু তাঁর এই সিদ্ধান্তে বাঁধ সেধেছিল প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বরাত থেকে পাওয়া গিয়েছে এমন বিস্ফোরক খবর।
গত বছর হুট করে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে এ বছরের বিশ্বকাপের আগে সেই সিদ্ধান্ত পাল্টে ফিরতে চেয়েছিলেন তিনি।
তবে ডি ভিলিয়ার্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি, কোচ ওটিস গিবসন এবং নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি। ক্রিকইনফো থেকে জানা গিয়েছে দীর্ঘ সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকা ডি ভিলিয়ার্সকে ফিরতে হতো নিজেকে আবারও প্রমাণ করার মাধ্যমে।

এছাড়া তাঁকে দলে নিলে পুরো টিম কম্বিনেশনেই আনতে হতো পরিবর্তন। বিশ্বকাপের আগে ডি ভিলিয়ার্সের সিদ্ধান্ত আমলে নেয় নি ক্রিকেট বোর্ড তথা কোচ এবং অধিনায়ক। তবে ডি ভিলিয়ার্সকে না নিয়ে যে দল খুব ভালো খেলছে বিশ্বকাপে এমনও অবশ্য নয়।
ইংল্যান্ড, বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে হ্যাট্রিক পরাজয়ে এরই মধ্যে নাজুক অবস্থার মধ্যে রয়েছে প্রোটিয়ারা। এমতাবস্থায় এবি ডি ভিলিয়ার্সকে যথেষ্ট মিস করছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে আসছেন ডি ভিলিয়ার্স। অবসর নেয়ার পর নিজের সিদ্ধান্তকে বরাবরই সঠিক হিসেবে দাবি করে আসছিলেন ওয়ানডেতে ৫৩.৫ গড়ে ৯৫৫৭ রান করা এই ব্যাটসম্যান।