ভাগ্যের সহায়তায় এই জয়ঃ মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর পেছনে ভাগ্য অনেক বড় ভূমিকা পালন করেছিলো, মতামত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তাঁর বিশ্বাস ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তাও প্রয়োজন দলের।
বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই প্রোটিয়াদের নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। দলীয় পারফর্মেন্সের অসাধারণ নজীর রেখেছে তারা। আর এর সুবাদেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে দল। তবে সবকিছু ছাপিয়ে ভাগ্যের সহায়তাকে বড় করে দেখছেন মাশরাফি,

'যদি আমার জায়গায় অন্য অধিনায়ক থাকতো, সে হয়তো ভিন্নভাবে বলতো। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি। অবশ্যই আমরা পরিকল্পনা করি, প্রত্যেক দলই করে। তবে পরিকল্পনা সর্বদা কার্যকর হয় না, ভাগ্য সবসময় প্রয়োজন। আমরা যদি এই ধরণের টুর্নামেন্টে সেরা ফলাফলটি চাই তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হতে হবে সবসময়,' বলেছেন বাংলাদেশ কাপ্তান।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ ব্যাটিং করছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু তবে ৬২ রান করে ২৭তম ওভারে মেহেদি হাসান মিরাজের একটি ঘূর্ণি বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। মাশরাফির বিশ্বাস এখানেও ছিল ভাগ্যের খেলা। তাঁর ভাষ্যমতে,
'আপনি যদি আজকের ম্যাচ দেখেন, তাহলে দেখবেন যে ম্যাচের প্রতিটি টার্নিং বলের মধ্যে ডু প্লেসিসের উইকেটটি যে বলে পেয়েছিলাম সেটি সবথেকে বেশি টার্ন করেছিল। আমরা আশা করিনি সেই বলটি এতটা টার্ন করবে। সুতরাং এটাই আমি বলতে চাইছি যে আপনার ভাগ্যের সহায়তা লাগবেই। সুতরাং আমাদের যদি এই টুর্নামেন্টে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই ভাগ্যের প্রতি আস্থা রাখতে হবে, শুধু ভালো খেলা যথেষ্ট নয়।'