টসের সিদ্ধান্তে আফসোস ডু প্লেসিসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তই ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকার জন্য। ম্যাচ শেষে তা নিয়ে আফসোস করেছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস।
আগে ব্যাট করে সৌম্য (৪২), সাকিব (৭৫), মুশফিক (৭৮), মাহমুদুল্লাহ (৪৬*) আর মোসাদ্দেকের (২৬) ব্যাটে ভর করে ৩৩০ রান করে বাংলাদেশ। তবে লুঙ্গি এঙ্গিদি, কাগিসো রাবাদাদের বলে ভরসা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডু প্লেসিস।

'আমি হয়তো প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতাম না, কিন্তু আমার মাথায় ছিল যে উইকেট থেকে আমরা বাড়তি পেস এবং বাউন্স পেতে পারি। যদি কোনো উপমহাদেশের দল বেশি রান করতে পারে তাহলে পরবর্তীতে তারা চাপ সৃষ্টি করতে পারে।
'আজ কোনও কিছুই পরিকল্পনামাফিক হয়নি। ৩৩০ রান অতিক্রম করা অনেক কঠিন ছিল আসলে। আমাদের পারফর্মেন্স একেবারেই ভালো ছিল না। আমরা ৫৬-৬০ ভাগ দিয়েছি।'
ডেথ ওভারে ভালো বল করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এছাড়া লুঙ্গি এনগিদির ইনজুরি নিয়েও ভাবছেন প্রোটিয়া অধিনায়ক। ম্যাচ শেষে জানান,
লুঙ্গির ইনজুরিতে পড়া মোটেই ভালো কিছু ছিল না। লুঙ্গির সাথে কাগিসো রাবাদার শেষ চার ওভারে ৫৪ রান ছিল বড় প্রভাবক। আমরা এখানে আসতে চেয়েছিলাম শক্ত পেস আক্রমণ নিয়ে।
'আমি লুঙ্গির হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এখনও নিশ্চিত নই। হয়তো তাঁর সেরে উঠতে কয়েক দিন কিংবা এক সপ্তাহের মতো লাগতে পারে। ডেল স্টেইন মিডেল ওভারে বোলিং করছে এখন, আশা করি সামনে উন্নতি হবে।'