অতীত ইতিহাসে সচেতন হবে ইংল্যান্ড?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ম্যাচে নটিংহামে পাকিস্থানের বিপক্ষে মাঠে নামার আগে অতীত ইতিহাস তাড়া করে বেড়াচ্ছে ইংল্যান্ডকে। এবার সেই সুখ স্মৃতি আনতে পারবে ইংল্যান্ড?
কার্ডিফে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে স্বাগতিক হয়েও পাকিস্তানের কাছে হেরেছিল তাঁরা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোর মাশুল দিয়েছে। ভালো শুরুর পরেও ২১১ রানে অলআউট হয়ে যায় তাঁরা।

জবাবে আট উইকেটের বড় জয় পায় পাকিস্তান। নিজেদের মাঠে উইকেট এবং কন্ডিশন না বোঝার কারণেই ম্যাচটিতে হেরেছিল ইংল্যান্ড, এমন সমালোচনা শুনতে হয় ইংলিশদের।
তবে এবার এমনটা হবে না বলে বিশ্বাস ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্পের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও শুরুতে জনি বেয়ারস্টোর উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।
এরপর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাতে থাকলেও বেন স্টোকসের দারুণ এক ইনিংসে ৩১১ রান করে তাঁরা। নিজেদের এই ইনিংস থেকে শিক্ষা নিয়েছে ইংল্যান্ড, জানিয়েছেন থর্প।
আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের ছেলেরা ইতিবাচক হয়েই মাঠে নামে। ওভালের উইকেট খুব একটা ফ্ল্যাট ছিল না, যেমনটা আমরা খেলে থাকি। আমাদের ব্যাটসম্যানরা উইকেটে মানিয়ে নিয়েছে।
'তাঁরা গর্ব করার মতই খেলেছে। ওভালে আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। তারপরেও আমরা ব্যাটিং চালিয়ে গিয়েছি। আমরা ছোটো ছোটো জুটি গড়ায় নজর দিয়েছি। এটা আমাদের কাজে দিয়েছে।'