promotional_ad

পাকিস্তানের শর্টবল দুর্বলতা কাজে লাগাতে মুখিয়ে ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেস বোলিং আক্রমণের বিপক্ষে চরম ব্যর্থ হয়েছিল পাকিস্তান। বিশেষ করে শর্ট বলে নাস্তানাবুদ হয়েছিল তাঁরা। এবার তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মার্ক উডকে খেলানোর কথা ভাবছে ইংল্যান্ড।


পাকিস্তানকে ১০৫ রানে অলআউট করার ম্যাচে দশটি উইকেটই পেয়েছিল ক্যারিবিয়ান পেসাররা। ওশানে থমাস চারটি, জেসন হোল্ডার তিনটি, আন্দ্রে রাসেল দুটি ও শেলডন কটরেল নিয়েছিলেন একটি করে উইকেট।   



promotional_ad

একারণেই জফরা আর্চারদের সাথে মার্ক উডকে দলে ভিড়িয়ে দলের পেস বোলিং আক্রমণকে আরও ধারালো করতে চাইছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প জানিয়েছেন,


'সত্যি বলতে আমরা এই ব্যাপারে আলোচনা করব (উডকে খেলানোর ব্যাপারে)। উইন্ডিজ পাকিস্তানের উপরে চড়াও হয়েছে। এটি দেখতে পারাটা দারুণ ছিল।' 


পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে খেলা সেই সিরিজে একটি ম্যাচে খেলে ইনজুরিতে পড়েছিলেন উড। এরপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৩.১ ওভার বল করে পুনরায় গোড়ালির ইনজুরিতে পরেন তিনি। 



এই মুহূর্তে অবশ্য ফিট উড। সেই সিরিজে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। তারপরেও পাকিস্তানকে বিপদজনকই বলছেন থর্প। ট্রেন্ট ব্রিজে সোমবার দিন পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন জানান,


'পাকিস্তানের সঙ্গে আমরা যে ম্যাচগুলো খেলেছি তা বিশ্বকাপে পুরোই অপ্রাসঙ্গিক। সিরিজটি আমরা পেছনে ফেলে এসেছি। আমরা তাঁদের সম্পর্কে জানি। আমরা এটাও জানি ম্যাচগুলোতে খুব প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবার তাঁরা ভালো খেলুক বা না খেলুক, আমি তাঁদের বিপদজনক দলই বলব।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball