বিশ্বকাপে শুভসূচনা পেল অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমে বোলারদের সম্মিলিত পারফর্মেন্স এবং পরে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সাত উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লেজের সারির ব্যাটসম্যানদের প্রচেষ্টায় ২০৭ রান করতে সমর্থ হয়েছিল আফগানিস্তান। অজি বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে ৩৮.২ ওভারেই অলআউট হয়েছে তাঁরা।
জবাবে ৩৪.৫ ওভারেই খেলা শেষ করে দেয় অস্ট্রেলিয়া। ১১৪ বলে আটটি চারে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়ার্নার।

ফিঞ্চের সঙ্গে ওয়ার্নারের উদ্বোধনী জুটি টিকেছে ৯৬ রান পর্যন্ত। ফিঞ্চ ফিরে যান ৪৯ বলে ছয়টি চার ও চারটি ছয়ে ৬৬ রান করে। এরপর খাওয়াজা ১৫ ও স্টিভ স্মিথ ১৮ রান করে ফিরে যান। ম্যাক্সওয়েল ৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নামার পর দলীয় পাঁচ রানেই দুটি উইকেট হারিয়েছে তাঁরা। দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ এবং হজরতউল্লাহ জাজাই- উভয়েই ফিরেছেন শুন্য রানে।
রহমত শাহ'র প্রচেষ্টায় ম্যাচে থাকার চেষ্টায় ছিল দলটি। কিন্তু দলীয় ৭৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছে দলটি। রহমত করেন ৪৩ রান। এরপর দলটিকে টেনে তোলেন অধিনায়ক গুলবাদিন নাইব এবং নাজিবুল্লাহ জাদরান।
দুজনে মিলে গড়েন ৮৩ রানের জুটি। ব্যক্তিগত ৩১ রানে নাইব ফিরে গেলে আবারো চাপে পড়ে আফগানরা। অর্ধশতক হাঁকিয়ে ফিরে ফিরে যান জাদরানও (৫১)।
এরপর রশিদ খানের ২৭ এবং মুজিব উর রহমানের ১৩ রানের কল্যাণে ২০৭ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে আফগানরা।
অজিদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং অ্যাডাম জাম্পা। দুটি উইকেট নিয়েছেন মার্কাস স্টইনিস।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আফগানিস্তানঃ- ২০৭/১০ (৩৮.২)
(জাদরান ৫১, রহমত ৪৩, কামিন্স ৩/৪০)
অস্ট্রেলিয়াঃ- ২০৯/৩ (৩৪.৫)
(ওয়ার্নার ৮৯, ফিঞ্চ ৬৬; নাইব ১/৩২)