লঙ্কানদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে হেনরি ও লকি ফার্গুসনের বোলিং তাণ্ডবে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। ১৩৭ রানের ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটেই ১০ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
কিউই ওপেনার মার্টিন গাপটিল করেন ৫১ বলে ৭৩ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়। তার সঙ্গী কলিন মুনরো করেন ৪৭ বলে ৫৮। তার ব্যাট থেকে এসেছে ৬টি চার ও একটি ছক্কা।
এর আগে কার্ডিফে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলে চার হাঁকান লাহিরু থিরিমান্নে। এর পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি।
ওয়ান ডাউনে নামা কুশাল পেরেরা ২৯ রানের ইনিংস খেলেছেন। আর আট নম্বর ব্যাটসম্যান থিসারা পেরেরা খেলেছেন ২৭ রানের ইনিংস। লঙ্কানদের বাকি ৮ ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
মাত্র দ্বাদশ ক্রিকেটার হিসেবে আদ্যন্ত ব্যাটিং করে ৫২ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। ২২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দিয়েছেন লকি ফার্গুসন।

বল হাতে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাট হেনরি। তিনি ৩ উইকেট নেন ২৯ রানে। তাছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম ও মিচেল সেন্টনার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৩৬/১০ (২৯.২ ওভার)
(থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৭-০-২৯-৩, বোল্ট ৯-০-৪৪-১, ফার্গুসন ৬.২-০-২২-৩, ডি গ্র্যান্ডহোম ২-০-১৪-১, নিশাম ৩-০-২১-১, স্যান্টনার ২-০-৫-১)
নিউজিল্যান্ড: ১৩৭/০ (১৬.১ ওভার)
(গাপটিল ৭৩*, মুনরো ৫৮*; মালিঙ্গা ৫-০-৪৬-০, লাকমল ৪-০-২৮-০, উদানা ৩-০-২৪-০, থিসারা ৩-০-২৫-০, জিবন মেন্ডিস ১.১-০-১১-০)
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ম্যাট হেনরি