বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি তাহিরের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ শিরোপার খুব কাছাকাছি গিয়েও তা হাতে নেওয়া থেকে বঞ্চিত হওয়ার রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার। এবারের বিশ্বকাপে কি শিরোপা ক্ষরা ঘুচাবে দল? দলের বর্ষীয়ান স্পিনার ইমরান তাহির প্রতিশ্রুতি দিলেন নিজেদের সবটুকু উজাড় করেই লড়বে দল।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তাহির। তাহিরের ভাষ্যমতে,

'শেষ দুইটি বিশ্বকাপে আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তাই আমি নিজেকে এই দলের গর্বিত সদস্যই বলব। বিশ্বকাপ জেতার নিশ্চয়তা কেউই দিতে পারে না। আমরাও তা দিতে পারি না।
'তবে আমরা প্রতিশ্রুতি দিতে পারি, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিবো। ফলাফল আমাদের হাতে নেই। ম্যাচের দিন আমরা পরিশ্রম করতে পারি, এটা বলব।'
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়েই আসরে যাত্রা করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রয়াস নিয়ে জানান,
'যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। ক্রিকেট এখন বদলে গিয়েছে। আমরা প্রস্তুত এবং আমরা আমাদের ভুল থেকে শিখছি। আমরা প্রতি ম্যাচেই শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই।'