বিশ্বকাপের 'বুড়ো'রা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে অংশ নিবেন ১৫০ জন ক্রিকেটার, এর মধ্যে আছেন দশজন 'বুড়িয়ে যাওয়া' ক্রিকেটার। এই দশজন ক্রিকেটার ২০২৩ সালের বিশ্বকাপে খেলবেন না, এমনকি এই বিশ্বকাপের পরেও অনেকে নিতে পারেন অবসর, এমনটা বলাই যায়।
ইতিমধ্যেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ১৯৯৯ সালে ক্যারিয়ার শুরু করা মালিক পৌঁছে গিয়েছেন ৩৭ বছর বয়সে।
অবসরের ঘোষণা না দিলেও ৩৯ বছর বয়সী ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের যে এটাই শেষ বিশ্বকাপ, তা বলাই বাহুল্য। মালিকের মতই ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এবার খেলবেন নিজের পঞ্চম বিশ্বকাপে।

তালিকায় বাংলাদেশ থেকে আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাগজে কলমে ৩৫ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডে নিজের চতুর্থ বিশ্বকাপে যাওয়ার আগেই নিশ্চিত করেছেন এটা তাঁর শেষ বিশ্বকাপ।
তাঁর সমবয়সী কিউই ব্যাটসম্যান রস টেইলরও যে শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন, এমনটা বলাই যায়। মাশরাফি-টেইলরের সমবয়সী পেসার লাসিথ মালিঙ্গাও খেলছেন নিজের শেষ বিশ্বকাপ। এদের মধ্যে টেইলরের এটি তৃতীয় বিশ্বকাপ, মালিঙ্গার চতুর্থ।
তালিকায় আছেন এক ভারতীয়। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া মহেন্দ্র সিং ধোনি। ৩৭ বছর বয়সী ধোনি নিজের চতুর্থ বিশ্বকাপেই খেলছেন অনেক বাঁধা বিপত্তি পার করে।
এবারের বিশ্বকাপে অভিজ্ঞতার আলোকে দল গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের চার ক্রিকেটারের নিশ্চিতভাবেই এটা শেষ বিশ্বকাপ।
এরা হলেন ইমরান তাহির, ডেল স্টেইন, জেপি ডুমিনি ও হাশিম আমলা। এদের মধ্যে তাহিরের বয়স ৪০, এবারের আসরে কাগজে কলমে তাহিরর চেয়ে বেশি বয়সের কোনো ক্রিকেটার খেলছেন না। এছাড়া স্টেইন ও ডুমিনির বয়স ৩৫, আমলার ৩৬।