ইংল্যান্ড ফেভারিট হলেও ফাইনাল খেলবে অজিরাঃ ম্যাকগ্রা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং ভারত আসন্ন বিশ্বকাপের ফেভারিট দল হলেও আসরের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, মনে করছেন কিংবদন্তী অজি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।
তিনবার বিশ্বকাপ জেতা এই পেসার বিশ্বকাপের দলগুলো নিয়ে মন্তব্য করার সময় ক্রিকইনফোকে এমনটা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফর্মেন্স মুগ্ধ করেছে তাঁকে।

'আমি বলছি না তাঁরা (ইংল্যান্ড) বিশ্বকাপ জিতবে। তাঁরা অবশ্যই ফেভারিট এবং নিজেদের কন্ডিশনে তাঁদের হারানো কঠিন। অবশ্যই ভারত এবং ইংল্যান্ড দুর্দান্ত খেলছে। দক্ষিণ আফ্রিকা সবসময় ভালো দল।
'পাকিস্তানের মতো উইন্ডিজও বিশ্বকাপের বাজির ঘোড়া। তাঁরা ভালোও করতে পারে, আবার খারাপও। বিশ্বকাপ মজার হতে যাচ্ছে। ইংল্যান্ড এবং ভারতকে হারানো কঠিন। তবে অস্ট্রেলিয়ার যেমন ফর্ম তাতে মনে হচ্ছে ???রাই ফাইনাল খেলবে।'
গত বছরে কেপ টাউনে বল বিকৃতির ঘটনার পর লম্বা সময়ে অফ ফর্মে ছিল অস্ট্রেলিয়া। একটানা ম্যাচ হেরে গিয়েছে দলটি। এরপর চলতি বছরে আবারো ফর্মে ফিরেছে তাঁরা।
অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে দেশের বাইরে গিয়ে পাকিস্তান এবং ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে তাঁরা। এরপর বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচেও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে তাঁরা। এমন পারফর্মেন্স মুগ্ধ করেছে ম্যাকগ্রাকে।
'অস্ট্রেলিয়ার ফর্ম নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় ছিলাম। তবে শেষদিকে তাঁরা আমাকে মুগ্ধ করেছে। যেসব কন্ডিশন তাঁদের অনুকুলে নয়, সেখানেও তাঁরা ভালো খেলেছে। তাঁরা ফাইনাল খেলবে মনে হচ্ছে।'