চিহ্নিত ১২ ফিক্সারকে সতর্ক করল আইসিসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরে ফিক্সিং রুখতে চিহ্নিত ১২ জন ফিক্সারকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্বকাপ চলাকালে এই বিশ্ব আসরের ধারে কাছে না ঘেঁষার জন্য হুঁশিয়ার করে দেয়া হয়েছে তাদের। এবারের আসরে প্রতিটি দলের সঙ্গেই অ্যান্টি-করাপশন অফিসার নিয়োগ দিয়েছে আইসিসি।
তাছাড়া প্রত্যেক দলের খেলোয়াড়দের ফিক্সিং প্রসঙ্গে সচেতন করা হয়েছে। আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ১২ জন চিহ্নিত ফিক্সারের সঙ্গে যোগাযোগ করে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। তাছাড়া লন্ডনে আয়োজিত অ্যান্টি-করাপশন ইউনিটের এক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের একটি ভিডিও দেখানো হয়েছে। যেখানে সম্ভাব্য ফিক্সারদের নাম ও ছবি ছিল।

এই প্রসঙ্গে মার্শাল বলেন, 'ভিডিওতে দেখানো এই ফিক্সারদের কারও সঙ্গে লিখিত, কারও সঙ্গে ফোন কলে আর কারও সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়েছে। এদের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা অন্যান্য ফিক্সারকে আমরা বিশ্বকাপের কাছেও ঘেঁষতে না করে দিয়েছি। এখন পর্যন্ত তারা সবাই না আসার প্রতিশ্রুতি দিয়েছে। তবে যারা দুর্নীতিবাজ, তারা সবসময় সত্য কথা বলে না। এ কারণে তাদের বিশ্বকাপ থেকে দূরে রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।'
সম্ভাব্য এই ফিক্সারদের ইংল্যান্ড থেকে দূরে রাখা সম্ভব না হলেও তারা যেন ক্রিকেটের সঙ্গে জড়াতে না পারে, সেজন্য তাদের দিকে নজর রাখছে আইসিসি। যুক্তরাজ্য পুলিশের কাছেও তাদের তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার।
'সম্ভাব্য ফিক্সারদের বিস্তারিত তথ্য আমরা যুক্তরাজ্যের পুলিশের কাছে হস্তান্তর করেছি। বিশ্বকাপের আশপাশেও যদি এসব লোককে দেখা যায়, তাৎক্ষণিকভাবে তাদের তাড়িয়ে দেওয়া হবে।'