বিশ্বকাপের আগের পারফর্মেন্স মূল্যহীনঃ বোল্ট

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে কোন দল কেমন খেলল সেটা অনেকটাই মূল্যহীন হয়ে যায় বিশ্বকাপে, মনে করছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের সর্বোচ্চ আসর বিশ্বকাপ।
এই মঞ্চে অনেক সময় ছোটো দলগুলো দারুণ পারফর্ম করে, আবার অনেক শক্তিশালী দলও জয় থেকে বঞ্চিত হয়। বর্ণীল এই আসরে এবার হট ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ড দলকে।

বোল্টের হিসেবে সাম্প্রতিক পারফর্মেন্স এবং কন্ডিশন বিবেচনায় ইংল্যান্ড অবশ্যই দারুণভাবে এগিয়ে, তবে বিশ্বকাপে যেকোনো কিছুই হতে পারে বলে বিশ্বাস তাঁর।
'বিশ্বকাপ বরাবরই আলাদা। এটার অনুভূতিই অন্যরকম। আগের পারফর্মেন্সের এখানে কোনো মূল্য নেই। পরের কয়েক সপ্তাহে কি হবে, সেটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ।
'ইংল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাঁরা তাঁদের কন্ডিশন সম্পর্কেও ভালো জানে। তাই বিশ্বকাপে তাঁরা অবশ্যই ফেভারিট।'
লম্বা এই আসরে শুরু থেকে জয় পাওয়াটা হবে দারুণ কিছু। একবার ধারাবাহিকতা পেয়ে গেলে সেটাকেই কাজে লাগানো যাবে পরবর্তীতে, বলেছেন বোল্ট।
'ভালো শুরু পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি আগে থেকেই ভালো পারফর্ম করে কিছু ম্যাচ জিতে যাই, তাহলে এটা আমাদের পরবর্তীতে দারুণ কাজে আসবে।'