হেইলসদের বাদ দেয়া কঠিন সিদ্ধান্ত ছিলঃ মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে বিশ্বকাপের আসর খেলবে ইংল্যান্ড। আসন্ন এই বিশ্ব আসরের জন্য মঙ্গলবারই চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিকরা। দল নির্বাচন করা অনেক কঠিন সিদ্ধান্ত ছিল বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
মূলত অভিজ্ঞ অ্যালেক্স হেইলসকে বাদ দেয়া এবং দারুণ প্রতিভাবান জো ডেনলিকে বাদ দেয়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলে মনে করেন তিনি। দল থেকে বাদ পড়াদের জন্য এটা দুর্ভাগ্যজনক বলে বিশ্বাস মরগানের।
'দলের সাথে এটাই সম্ভবত আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। দুইজনকে বাদ দেয়া, তাদের মধ্যে একজন আবার গত চারবছর আমাদের সঙ্গে ছিল। এটি সবকিছুর বড় একটি অংশ আমরা মাঠের বাইরে যা করেছি। অন্যজন অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার। যারা বাদ পড়েছেন এটা তাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে এটা সঠিক সিদ্ধান্ত।'

সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য দলে এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করেন মরগান। গত চার বছরে একজন অধিনায়ক হিসেবে অনেক অভিজ্ঞতা সঞ্চার করেছেন বলে জানালেন ইংলিশ দলপতি।
'আমি বলবো না এটা সহজ কাজ ছিল। আমি বলবো একটি দল হিসেবে, যেকোনো কিছুর সাথে মানিয়ে নিতে আমাদের এই পরিবর্তন করা হয়েছে। একজন অধিনায়ক হিসেবে যদি বলি,অনেক অভিজ্ঞ হয়েছি, অধিনায়ক হিসেবে গত চার বছর দল পরিচালনা করেছি।'
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দল নিজেদের প্রস্তুতি এবং পরিকল্পনা সঠিক ভাবেই নিয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ শেষ দুই বছরে ইংল্যান্ড দল অনেক উন্নতি করেছে বলে মত মরগানের।
'আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চমৎকার হয়েছে এবং ছেলেরা ধারাবাহিক পারফর্মেন্সের মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। সম্ভবত প্রথম দুই বছরের চেয়ে শেষ দুই বছরে আমরা বেশি উন্নতি করেছি।'
বিশ্ব আসর শুরু করার আগে সতীর্থ্যদের দলের মূল্যবোধটা বুঝিয়ে দিয়েছেন মরগান। তিনি জানিয়েছেন, তাদের ক্যাপের তিনটি সিংহ সাহস, শ্রদ্ধা ও একতাকে প্রতিনিধিত্ব করে।
'আ??াদের দলের মূল্যবোধগুলির মধ্যে রয়েছে 'সাহস', 'শ্রদ্ধা' এবং 'একতা', যা আমাদের ক্যাপের তিনটি সিংহকে নির্দেশ করে এবং একারণেই এটি তিন ফরম্যাটেই সকল স্কোয়াড পরে।'