বিশ্বকাপের জন্য বাংলাদেশকে পোটারফিল্ডের শুভকামনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবারের ম্যাচে ছয় উইকেটে হারের পরেও আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুল করেননি আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।
মাশরাফি-সাকিবদের অনবদ্য পারফর্মেন্সের প্রশংসা করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজেয় দল বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলটি অনেকটাই পরিণত, এমনটা মনে করছেন আইরিশ অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান, 'পুরো সিরিজে বাংলাদেশ খুব দারুণ খেলেছে, বিশ্বকাপের আগে তাঁদের দারুণ দেখাচ্ছে। বিশ্বকাপে তাঁদের জন্য শুভকামনা থাকল।'
আইরিশদের করা ২৯২ রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক। নিয়মিত ওপেন করা পোটারফিল্ড চারে নেমে খেলেছেন ৯৪ রানের অসাধারণ একটি ইনিংস। হারের কারণ হিসেবে দলের বোলারদের পারফর্মেন্সকেই দায়ী করেছেন তিনি।
'উইকেট ভালো ছিল। মাঝের সময়টায় উইকেটে থাকতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ হেরে হতাশ হতে হল। আমরা তেমন ভালো বল করতে পারিনি।'
এদিকে বিশ্বকাপে খেলা না হলেও কয়েকদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। আসন্ন সিরিজ নিয়ে পোটারফিল্ডের মন্তব্য,
'আমরা তাঁদের (আফগানিস্তান) সাথে সম্প্রতি খেলেছি। প্রতি সিজনেই তাঁদের সঙ্গে খেলি আমরা। সুতরাং তাঁরা কেমন খেলে এটা আমরা ভালো করেই জানি। তাঁদের দলে ম্যাচ জেতানোর মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছেন।'