promotional_ad

সুস্থ শাদাব, খেলবেন বিশ্বকাপে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


রক্তে সংক্রামণের কারণে পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি জানিয়েছে তাঁর শরীরে আর কোনো ভাইরাস নেই।


মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাদাবের সুস্থতার খবর জানিয়েছে পিসিবি। এর আগে শাদাবরে দলে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।



promotional_ad

তবে রক্তে ভাইরাসের কারণে তাকে চলতি ইংল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বদলি হিসেবে দলের সঙ্গে পাঠানো হয় লেগ স্পিনার ইয়াসির শাহকে।


চলতি সিরিজেই শাদাবের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। ইংল্যান্ডে ডাক্তার দেখানোর পর আগামী ২০ মে ব্রিস্টলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলার কথা রয়েছে।


নিজের সুস্থতার খবর জানিয়ে শাদাব সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ব্লাড টেস্ট নেগেটিভ এসেছে জেনে ভীষণ আনন্দিত। এখন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারব। আমার মধ্যে সবসময়ই বিশ্বাস ছিল, এই ভাইরাল সংক্রমণ থেকে আমি সেরে উঠব এবং বিশ্বকাপে খেলতে পারব।’



এদিকে, আগামী ২৪ মে আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল আসরে মিশন শুরু করবে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball