এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মাহফুজুর রহমান রাব্বির অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৭ রানের ব্যবধানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
ব্যাট হাতে ৪৪ রানের অপরাজিত ইনিংসের পর, বল হাতে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিয়েছেন অলরাউন্ডার রাব্বি। বাংলাদেশের দেয়া ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থেমেছে পাকিস্তান।
ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে তাদের। বাংলাদেশের দেয়া ২৬০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সামির সাকিব ও হাসিবুল্লাহ। হাসিবুল্লাহ ২৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
এরপর দ্বিতীয় উইকেটে ৭১ রানের আরেকটি জুটি গড়েন সামির সাকিব ও মোহাম্মদ ওয়াকাস। সামির ফিরেছেন ৫৫ রান করে। ওয়াকাসের ব্যাট থেকে এসেছে ৩৮ রান।
মিডেল অর্ডারে উমর ইমান ৩৪ ও কাশিফ আলী ২৮ রান করে দলের রানের চাকা সচল রাখেন। এই দুজন ফেরার পর দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান।

শেষ দিকে আলিয়ান মাহমুদ ২০ রান করে হারের ব্যবধান কমিয়েছেন। খালেদ খান ১ ও ফরহাদ খান শেষ পর্যন্ত ৫ রান করে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।
বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ২টি উইকেট নিয়েছেন আশিকুর রহমান। ১টি করে উইকেট গেছে মুশফিক হাসান, আজিজুল হাকিম ও আইচ মোল্লার ঝুলিতে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার মফিজুল ইসলাম রবিনের ৬৯, আইচ মোল্লার ৫২ ও মাহফুজুর রহামান রাব্বির অপরাজিত ৪৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট ২৬৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
পাকিস্তান দলের হয়ে ২টি করে উইকেট নেন আসির মুঘোল ও আলিয়ান মাহমুদ। ১টি করে উইকেট পেয়েছেন উমর ইমান ও ফরহাদ খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২৫৯/৭, ওভারঃ ৫০
রবিন ৬৯, আইচ ৫২; আসের ২/৪০, মাহমুদ ২/৫৩
পাকিস্তান অনূর্ধ্ব- ১৬ঃ ২৪২/৯, ৫০ ওভারে
সামির সাকিব ৫৫, ওয়াকাস ৩৮; রাব্বি ৩/৫০, আশিকুর ২/৩৯