বল বিকৃতি করেননি প্ল্যাঙ্কেট, দাবী আইসিসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ইংলিশ পেসার লিয়াম প্ল্যাঙ্কেটের একটি ভিডিও, যেখানে দেখা যায় বলের একপ্রান্তে আঙুল দিয়ে ঘষছেন প্ল্যাঙ্কেট। আইসিসিরও নজর এড়িয়ে যায়নি সেই ভিডিও, যা দেখার পর আইসিসির দাবী বল বিকৃতির করছিলেন না প্ল্যাঙ্কেট।
সমালোচনার জবাব দিতে দেরি করেনি আইসিসি। ভিডিওটির ব্যাপারে তাঁরা অবগত এমনটা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তাঁরা। ভিডিও নজরে আসার পর প্ল্যাঙ্কেটের সঙ্গেও যোগাযোগ করেছে আইসিসি, এমনটা দাবী তাঁদের।

বিবৃতিতে আইসিসি জানায়, 'সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ভিডিও ছড়িয়ে পড়েছে আইসিসি সেই ভিডিও সম্পর্কে অবগত। ওভারের পর ওভার বলটি খতিয়ে দেখেছিল ম্যাচ অফিসিয়ালরা। তাঁদের প্রতিবেদন অনুযায়ী, বল বিকৃতির কোনো চেষ্টা করা হয়নি।'
গত শনিবার সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার এক পর্যায়ে বোলিং করার আগমুহূর্তে বলের একপ্রান্তে হাতের নখ দিয়ে ঘষেছেন প্ল্যাঙ্কেট।
এরপর প্ল্যাঙ্কেট বল করার পর সেই বল প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করলে দেখা যায় তার একপাশ অনেকটাই পুরানো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভক্তদের দাবী বল বিকৃতি করেছিলেন প্ল্যাঙ্কেট। এবার এমন সন্দেহের জবাব দিল আইসিসি।
উল্লেখ্য, ম্যাচটিতে মাত্র ১২ রানে জিতে ইংল্যান্ড। জশ বাটলারের সেঞ্চুরিতে ৩৭৩ রানের পাহাড় গড়ে তাঁরা, ফখর জামানের সেঞ্চুরির পরেও এমন রান তাড়া করতে পারেনি পাকিস্তান।