চার ফেভারিটের নাম প্রকাশ করলেন নাসের

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দল খেলবে এনিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। প্রতিদিনই সাবেক তারকারা মন্তব্য করে চলেছেন। এবার এতে যোগ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনও।
বিশ্বকাপে নিজের পছন্দের চার সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করেছেন তিনি। আসরের হট ফেভারিট ইংল্যান্ড এবং ভারতের পাশাপাশি পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে দেখতে চান নাসের। এক টিভি সাক্ষাৎকারে জানান,

'ভারতকে বিবেচনা করতে পারেন। ঘরের বাইরে তাঁরা ভালো করতে পারে। ইংল্যান্ডের উপরে চাপ থাকবে। তবে দলটি দারুণ। আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড এবং পাকিস্তান- দুই দলই সবাইকে চমকে দিতে পারে। এই চার দলের কথাই বলব।'
আসরে পাকিস্তানকে নিয়ে বিশেষভাবে কথা বলেছেন নাসের। ১৯৯২ সালে তুলনামূলক আন্ডার ডগ হয়েও চ্যাম্পিয়ন হওয়া দলটিকে আলাদাভাবে দেখছেন তিনি। ২০০৭ সালের বিশ্ব??াপে আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান।
আবার ২০১৭ সালে তারুণ্যনির্ভর একটি দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। দলটির পারফর্মেন্স কখন কেমন হবে সেটা অনুমান করা কঠিন উল্লেখ করে সাবেক এই ইংলিশ অধিনায়ক জানান,
'পাকিস্তানের সমর্থকরা বলবে তাঁদের দল লম্বা সময় ধরে সফল হচ্ছে না, তাঁদের হৃদয় ভাঙছে। তবে আমি তাঁদের ভালোবাসি, তাঁদের ক্রিকেটকে ভালোবাসি।
'আমি তাঁদের ভালোবাসি কেননা তাঁদের পারফর্মেন্স নিয়ে কিছু বলা যায়না। যেকোনো দিনে তাঁদের পারফর্মেন্স আপনাকে বিস্মিত করবে। কথা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা নিয়ে আপনি কিছুই বলতে পারবেন না।'