দুর্নীতির দায়ে অভিযুক্ত লঙ্কান পারফর্মেন্স বিশ্লেষক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার ক্রিকেটের পারফর্মেন্স বিশ্লেষক সনাথ জয়াসুন্দরকে দুর্নীতির দায়ে প্রাথমিক ভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাঁর বিরুদ্ধে শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রীকে ঘুষ প্রদাণের অভিযোগ উঠেছে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাঁর বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ২টি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। জয়াসুন্দর বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটের ব্রেইন সেন্টারে কর্মরত আছেন।

জয়াসুন্দর ক্রীড়া মন্ত্রীকে আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ও অগ্রগতিকে প্রভাবিত করার জন্য ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে ১৪ দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি।
তাঁর বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে। আইসিসির তদন্ত বিলম্বিত করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
জয়াসুন্দর শ্রীলঙ্কান ক্রিকেটের সাথে ১৫ বছরের বেশি সময় ধরে জড়িত। শ্রীলঙ্কা জাতীয় দলের ভিডিও বিশ্লেষক হিসেবেও তিনি বেশ অনেক দিন সফলতার সাথে কাজ করেছেন।