বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলারদের নৈপুণ্যে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্ষুদে টাইগাররা।
এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২২৮ রান সংগ্রহ করেছিল ক্ষুদে টাইগাররা। জবাবে মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের ইনিংস।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। মোহাম্মদ শেহজাদ ১, সামির সাকিব ৩ ও উমর ইমান ফিরেছেন ৯ রান করে।
চতুর্থ উইকেটে মোহাম্মদ ওয়াকাস কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তিনি ফিরেছেন ২৭ রান করে। এরপর দ্রুত আউট হয়ে গেছেন রিজওয়ান মেহমুদ ১।
পঞ্চম উইকেটে ৫৮ রান যোগ করেন কাশিফ আলী ও আসির মুঘোল। ৬৪ রান করে কাশিফ ফিরলে এই জুটি ভাঙে। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৩৯ রানে।

পাকিস্তানের হয়ে শেষ পর্যন্ত ১৯ রান করে অপরাজিত ছিলেন আসির মুঘোল। বাংলাদেশ দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান, আজিজুল হক রনি ও মাহফুজুর রহমান রাব্বি।
আশিকুর রহমান ও খালিদ হাসান নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
টপ অর্ডারে সাকিব শাহরিয়ারের ৩৪ রান ছাড়া আর কেউই বড় রানের দেখা পাননি। এরপর লোয়ার মিডেল অর্ডারে মাহফুজুর রহমান রাব্বির ৬৪ রানের ইনিংসে লড়াকু সংগ্রহে পৌঁছে বাংলাদেশ।
দশম ব্যাটসম্যান আজিজুল হক রনির ব্যাট থেকে আসে অপরাজিত ৩৫ রান। মূলত এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়েই অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা এড়িয়েছে বাংলাদেশ।
পাকিস্তান দলের হয়ে একাই ৪ উইকেট নেন ফরহাদ খান। ৩টি উইকেট নিয়েছেন আসির মুঘোল। আহমদ খান ও উমর ইমান নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২২৮/৯, ওভারঃ ৫০
রাব্বি ৬৬, রনি ৩৫*; আসির ৩/৩৩, ফরহাদ ৩/৩৩
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ১৩৯/১০ (৪১.৪ ওভার)
কাশিফ ৬৪,, আসের ১৯*; মুশফিক ২/৩৪, রনি ২/১৯