পান্ত এই যুগের শেহবাগঃ মাঞ্জরেকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটরক্ষক ঋষাভ পান্তে মুগ্ধ জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। এই সাবেক ভারতীয় ক্রিকেটার পান্তকে বর্তমান যুগের বীরেন্দর শেহবাগ হিসেবে মূল্যায়ন করেছেন।
মাঞ্জরেকার মনে করে পান্ত যেভাবে খেলতে চায়, তাকে সেভাবেই খেলতে দেয়া উচিত। সম্প্রতি এক টুইটার বার্তায় একথা বলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার।
'ঋষাভ বর্তমান প্রজন্মের বীরু (বীরেন্দর শেহবাগ)। তাঁর মতো ব্যাটসম্যানকে ভিন্ন ভাবে মূল্যায়ন করতে হবে। তাঁর যেভাবে ইচ্ছা সেভাবেই খেলতে দেয়া উচিত। আপনি তাকে বাছাই করেন অথবা বাদ দেন, কিন্তু তাকে বদলানোর চেষ্টা করবেন না।'

আইপিএলের এবারের আসরের প্লে অফে হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র ২১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে দিল্লিকে জিতিয়েছেন পান্ত। এবারের আসরে ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৭.৫ গড়ে ৪৫০ রান।
এবারের আসরে মোট তিনটি অর্ধশতক তুলে নিয়েছেন পান্ত। প্রথম রাউন্ডের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে তিনি ২৭ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। এটাই এবারের আসরে তাঁর সর্বোচ্চ রান।
দুর্দান্ত ফর্মে থাকলেও আসন্ন বিশ্বকাপের ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। মূলত দীনেশ কার্তিকের চেয়ে উইকেটকিপিং দক্ষতায় পিছিয়ে থাকায় জায়গা হয়নি বলে মনে করেন মাঞ্জরেকার।
'আমরা সবাই একমত যে ঋষাভ পান্ত বা দীনেশ কার্তিক তখনই আসবে যখন ধোনী ইনজুরিতে পড়বে। গুরুত্বপূর্ণ খেলায় উইকেটকিপিংও গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা দীনেশ কার্তিককে চাই। এটাই একমাত্র কারণ যার জন্য তাকে আমরা এগিয়ে রাখি। অন্যথায় পান্ত এখানেই থাকতো। পান্ত অনেক প্রতিভাবান। তাঁর হাতে সময় আছে।'