এখনই আফগানিস্তানের ভাবনায় ২০২৩ বিশ্বকাপ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে অনেকটা বিস্ময়করভাবেই নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে আফগানিস্তানের অধিনায়ক বানানো হয়েছে দলের বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। এবার জানা গেল ২০২৩ সালের বিশ্বকাপকে ঘিরেই এমন পরিকল্পনা করেছে দেশটির বোর্ড (এসিবি)।
দলটির প্রধান নির্বাচক দৌলত খান আহমদজাই এমনটা নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী গুলবাদিনকে ২০২৩ বিশ্বকাপের আগে পরিপক্ব করে তুলতে চায় বোর্ড।

'আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে আসগর বা অন্য কারো অধিনায়কত্বে আমরা বিশ্বকাপ জিততে পারব না। আমরা এই সিদ্ধান্ত এই বিশ্বকাপকে ঘিরেই নেইনি, বরঞ্চ আমাদের মাথায় ২০২৩ বিশ্বকাপের চিন্তা আছে।
'আমরা নিয়মিত দলগুলোর সাথে এবার দশটির (আসলে নয়টি) মতো ম্যাচ খেলছি। নতুন অধিনায়কের জন্য এটা দারুণ এক অনুশীলন হবে।' জানিয়েছেন আহমদজাই।
আসগরের বর্তমান বয়স ৩১। সামনের বিশ্বকাপে তাঁকে নাও পেতে পারে দল। মূলত একারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। তবে দল পরিচালনায় দুজনের ভূমিকাই থাকবে, নিশ্চিত করেছেন আহমদজাই।
বিশ্বকাপের আগে লাসিথ মালিঙ্গা থেকে অধিনায়কত্ব কেঁড়ে নিয়ে দিমুথ করুনারত্নেকে দিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। এই উদাহরণ টেনে আহমদজাই আরও জানান,
'আসগর নিজেই বলেছে গুলবাদিন তাঁর ছোটো ভাইয়ের মতো। গুলবাদিন মনে করছে বিশ্বকাপে আসগরের অভিজ্ঞতা কাজে আসবে। সামনে থেকেই তাঁরা একত্রে সব দেখবে। শুধু আমরা নই, শ্রীলংকাও তাঁদের অধিনায়ক বদলেছে।'