promotional_ad

এখনই আফগানিস্তানের ভাবনায় ২০২৩ বিশ্বকাপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আগে অনেকটা বিস্ময়করভাবেই নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে আফগানিস্তানের অধিনায়ক বানানো হয়েছে দলের বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। এবার জানা গেল ২০২৩ সালের বিশ্বকাপকে ঘিরেই এমন পরিকল্পনা করেছে দেশটির বোর্ড (এসিবি)।


দলটির প্রধান নির্বাচক দৌলত খান আহমদজাই এমনটা নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী গুলবাদিনকে ২০২৩ বিশ্বকাপের আগে পরিপক্ব করে তুলতে চায় বোর্ড। 



promotional_ad

'আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে আসগর বা অন্য কারো অধিনায়কত্বে আমরা বিশ্বকাপ জিততে পারব না। আমরা এই সিদ্ধান্ত এই বিশ্বকাপকে ঘিরেই নেইনি, বরঞ্চ আমাদের মাথায় ২০২৩ বিশ্বকাপের চিন্তা আছে।


'আমরা নিয়মিত দলগুলোর সাথে এবার দশটির (আসলে নয়টি) মতো ম্যাচ খেলছি। নতুন অধিনায়কের জন্য এটা দারুণ এক অনুশীলন হবে।' জানিয়েছেন আহমদজাই।


আসগরের বর্তমান বয়স ৩১। সামনের বিশ্বকাপে তাঁকে নাও পেতে পারে দল। মূলত একারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। তবে দল পরিচালনায় দুজনের ভূমিকাই থাকবে, নিশ্চিত করেছেন আহমদজাই। 



বিশ্বকাপের আগে লাসিথ মালিঙ্গা থেকে অধিনায়কত্ব কেঁড়ে নিয়ে দিমুথ করুনারত্নেকে দিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। এই উদাহরণ টেনে আহমদজাই আরও জানান,


'আসগর নিজেই বলেছে গুলবাদিন তাঁর ছোটো ভাইয়ের মতো। গুলবাদিন মনে করছে বিশ্বকাপে আসগরের অভিজ্ঞতা কাজে আসবে। সামনে থেকেই তাঁরা একত্রে সব দেখবে। শুধু আমরা নই, শ্রীলংকাও তাঁদের অধিনায়ক বদলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball