promotional_ad

নিজেদেরকেই কৃতিত্ব দিলেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১৬ ওভার ধরেই একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার শেই হোপ ও সুনীল অ্যামব্রিস। এরপর নিজের প্রথম ওভারেই সুনীল অ্যামব্রিসকে আউট করে এই জুটি ভেঙে দেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।


পরের ওভারেই ড্যারেন ব্র্যাভোকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার সাকিব মনে করেন তাঁর এবং মিরাজের বোলিং জুটিই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট।



promotional_ad

'আসলে শুরুটাতো আমরা খুব একটা ভালো করিনি। আমার কাছে মনে হয় ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল আমি আর মিরাজ যখন বল করছিলাম। ওই সময় আমাদের বোলিং পার্টনারশীপটা খুব ভালো হচ্ছিলো এবং দুজন দুটি ব্রেক থ্রুও দেই। কারণ ওরা যেভাবে শুরু করেছিল, এক পর্যায়ে আমরা ছিন্তা করছিলাম ৩০০-৩২০ এরকম হবে। সেখানে আমার কাছে মনে হয় আমাদের দুজনের ভূমিকাটা অনেক বেশি ছিল।'


সাকিব মনে করেন শুরুর দিকে পেস বোলাররা ভূমিকা না রাখতে পারলেও শেষের দিকে দারুণ বোলিং করেছে দলের পেসাররা। তাদের কল্যাণেই ৪০ ওভারে ২ উইকেটে ১৯৭ রান করা ওয়েস্ট ইন্ডিজ শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৬৪ রান।


পাওয়ার প্লে'র পর সাকিব মিরাজরা দুই উইকেট তুলে নিলেও এরপর মিডেল ওভারে উইকেট নিতে পারেননি কেউই। তবে, আঁটসাঁট বোলিংয়ে উইন্ডিজের রানটা আটকে রেখেছিলেন সাকিব-মিরাজ। তাই নিজেদেরকেই কৃতিত্ব দিয়েছেন সাকিব।



'আমি যেটা বললাম, আমার কাছে মনে হয় ম্যাচের বড় টার্নিং পয়েন্ট আমাদের দুজনের বোলিংপারফর্মেন্সটা ছিল। আমরা ওইসময় সাত-আট ওভার বল করেছি। খুব কম রান দিয়ে দুইটি উইকেট নেয়া আমার কাছে মনে হয় এটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball