রিহাদের সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে অধিনায়ক রিহাদ খানের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে ২৯২ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে।
পাকিস্তানের হয়ে সামির সাকিব ২ ও হাসিবুল্লাহ কোনো রান না করেই অপরাজিত আছেন। প্রথম দিন শ??ষে তাঁরা পিছিয়ে আছে ২৭২ রানের ব্যবধানে। বাংলাদেশের দেয়া বড় লক্ষ্যের জবাবে দলীয় ১০ রানেই পাকিস্তান ওপেনার মাসুম শেহজাদের (৮) উইকেট হারায়।
এরপর তাঁরা দলীয় ২০ রানের মাথায় মোহাম্মদ ওয়াকসের উইকেট হারায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও আশিকুর রহমান।
এর আগে, এই ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে দলীয় অর্ধশতকের আগেই সাজ্জাদুল হোসেন মিরাজ (৭) ও সাকিব শাহরিয়ারের (২) উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দ্রুতই ফিরেছেন রাফসান জনি (৬)। চতুর্থ উইকেটে ৪৮ রান যোগ করেছেন মফিজুল ইসলাম রবিন ও আইছ মোল্লা। আইছ ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
রবিন ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ষষ্ঠ উইকেটে অধিনায়ক রিহাদ খান ও মাকসুদুর রহমান ১১৯ রান যোগ করেছেন। মাকসুদুর ৩১ রান করে আউট হলে এই জুটি ভাঙে।
রিহাদ দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন ১২০ বলে ১৩৬ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ১৫টি চারে। রিহাদ ফিরে গেলে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
জুনিয়র টাইগাররা অল আউট হয় ২৯২ রান করে। পাকিস্তানের হয়ে আসির মুঘোল একাই নিয়েছেন ৪টি উইকেট। আলী আশফান্দ নিয়েছেন ৩টি উইকেট। খালিদ খান দুটি ও ফয়সাল আকরাম নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ২৯২ অলআউট, (৭৩.৫ ওভার)
রিহাদ ১৩৬*, রবিন ৫৩ ; আলী ৩/৫০, আসির ৪/৩৮
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ঃ ২০/২ (৮ ওভার)
(ওয়াকাস ৯, শেহজাদ ৮; আশিকুর ১/৫)