উইন্ডিজকে সমীহ করছেন মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা সমীহ করছেন প্রতিপক্ষকে। কারণ তাদের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচ জেতাতে সক্ষম।
তবে, মাশরাফির সবচেয়ে বড় চিন্তা ক্যারিবিয়ান ওপেনার শেই হোপকে নিয়ে। দেশের মাটিতেও তাঁর বিপক্ষে ভুগতে হয়েছে টাইগার বোলারদের। তাছাড়া, ব্রাভো ও অন্য উইন্ডিজ খেলোয়াড়দের ফর্মও চিন্তার কারণ টাইগার দলপতির।

'ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ জেতাতে পারে। শেই হোপ, বাংলাদেশেও তাঁর বিরুদ্ধে আমরা কষ্ট করেছি। খুব ভালো ফর্মে আছে। ব্রাভো আছে, আরো কিছু খেলোয়াড় আছে ভালো।'
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলেছেন শেই হোপ। ক্যাম্পবেলকে নিয়ে ৩৬৫ রানের বিশ্ব রেকর্ড জুটি গড়েছেন তিনি। তাই শেষ ম্যাচে তাদের পারফর্মেন্সটাই মাশরাফির ভাবনার কারণ।
অন্যদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই মাশরাফিদের লক্ষ্য উইন্ডিজের বিপক্ষে মূল ম্যাচে নিজেদের কাজগুলো ঠিক ভাবে করা।
'ওদের পেস বোলিং আক্রমণটাও ভালো। কালকে ওরা খুব ভালো একটা ম্যাচ খেলেছে। আমরাও অনুশীলন ম্যাচটা হেরেছি। আমার মনে হয় যে, কালকের ম্যাচ যখন খেলছি, আমাদের কাজগুলো ঠিক ভাবে করতে হবে।'