ওপেনিং জুটিতে রেকর্ডের পাতায় হোপ-ক্যাম্পবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচেই বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল।
দুই ওপেনারই পেয়েছেন সেঞ্চুরির দেখা। এবারই প্রথমবারের মতো উইন্ডিজের দুই ওপেনার একই ম্যাচে সেঞ্চুরির করেছেন। শাই হোপের এটি পঞ্চম সেঞ্চুরি।

তবে, আন্তর্জাতিক ওয়ানডেতে এটি ক্যাম্পবেলের প্রথম সেঞ্চুরি। এই দুই ওপেনার উইন্ডিজের হয়ে ওপেনিং জুটিতে সর্বাধিক রান যোগ করার রেকর্ডও ভেঙে দিয়েছেন।
১৯৯৭ সালে ভারতের বিপক্ষে শিবনারায়ণ চন্দরপল ও শেন উইলিয়ামস ২০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। সেই রেকর্ড গুড়িয়ে দিয়েছেন হোপ ও ক্যাম্পবেল।
তাছাড়া, যেকোনো উইকেটে উইন্ডিজের ব্যাটসম্যানদের সর্বাধিক রানের জুটির রেকর্ডে এই দুজনের অবস্থান এখন দুই নম্বরে। রেকর্ড গড়ার পথে তাঁরা পেছনে ফেলেছেন ২০১৪ সালে ড্যারেন ব্রাভো ও দীনেশ রামদিনের করা ২৫৮ রানের রেকর্ডকে।
এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই দুজনের জুটি অবিচ্ছিন্ন আছে ৩০০ রানে। শাই হোপ ১৪১ ও ক্যাম্পবেল অপরাজিত আছেন ১৪৫ রান করে।