আফ্রিদিকে মনরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বললেন গম্ভীর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ বইতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে দাম্ভিক হিসেবে উল্লেখ করেছেন। জবাবে এর কড়া সমালোচনা করেছেন গম্ভীর। আফ্রিদিকে মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে চান তিনি!
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে করা একটি টুইটে এমনটা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিতে নাম লেখানো গম্ভীর। তাঁর ভাষায়;

'আফ্রিদি তুমি উল্টাপাল্টা কথা বলছ। যাইহোক, চিকিৎসার জন্য আমরা এখনো পাকিস্তানকে ভিসা দিচ্ছি। আমি নিজে তোমাকে একজন মনরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাব।'
তখনকার ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ হত আফ্রিদি-গম্ভীরের আচরণে। আফ্রিদির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে গম্ভীরকে। এছাড়া টুইটারেও লেগে থাকত এই দুজনের যুদ্ধ। গম্ভীর বিষয়ে আফ্রিদির লিখাটি ছিল,
'শত্রুতা কখনো ব্যক্তিগত হয়, কখনো পেশাগত হয়। গম্ভীরের সাথে পুরোটাই ব্যক্তিগত পর্যায়ের। ওর মানসিকতার সমস্যা চিরকালের। গম্ভীরের কোনো ব্যক্তিত্বই নেই। ক্রিকেটের জন্য সে লজ্জার। ওর রেকর্ডও আহামরি নয়, সম্পূর্ণটাই ওর দাম্ভিকতা।'
'গম্ভীরের আচরণ এমন যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমন বন্ডের সংমিশ্রণ। করাচিতে এমন লোকদের আমরা সরিয়াল (নেতিবাচক মানসিকতার করাচ??? শব্দ) বলে থাকি। আমি খুশি ও ইতিবাচক লোকদের পছন্দ করি, কিন্তু গম্ভীরের কোনো ইতিবাচক দিক নেই, ওর পুরোটাই নেতিবাচকতা।'
উল্লেখ্য, চলতি সপ্তাহে প্রকাশ পাওয়া আত্মজীবনীর মাধ্যমে একের পর এক বোমা ফাটাচ্ছেন আফ্রিদি। নিজের বয়স কারচুপি, পাকিস্তানের ফিক্সিং ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সেখানে লিখেছেন তিনি।