'পাকিস্তান নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বৈরথ ভারতের'

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে পাক-ভারত দ্বৈরথকেও ছাড়িয়ে গিয়েছে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের দ্বৈরথ, মনে করছেন ভারতীয় পেসার বরুন অরুণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেরিতে হলেও দ্বৈরথ সৃষ্টি করতে পেরেছে ভারত, বিশ্বাস অরুণের।
২৯ বছর বয়সী এই পেসার সাম্প্রতিক সময়ে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। কিছুদিন আগেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ২-৩ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ হেরেছে ভিরাট কোহলিরা। সেই সিরিজের উত্তাপ মাথায় রেখেই এমনটা জানিয়েছেন অরুণ। একইসাথে বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে না পারার কোন কারণ নেই মনে করছেন তিনি।
'আমরা পাকিস্তান থেকে অনেক ভালো দল। তাঁদের বিপক্ষে জিততে না পারার কোনো কারণ নেই। আমার মনে হয় দেরিতে হলেও ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে একটি দ্বৈরথ সৃষ্টি হয়েছে, যার কারণে ম্যাচটি ভারত-পাকিস্তান ম্যাচ থেকেও উত্তেজনাপূর্ণ।
'ভারত পাকিস্তানের দ্বৈরথ যে থাকবে না তা নয়, তবে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচটি নতুন দ্বৈরথ।'; জানিয়েছেন অরুণ।
এদিকে আসন্ন বিশ্বকাপে শিরোপা জেতার বড় সুযোগ আছে ভারতের মনে করছেন অরুণ। ব্যাটিং-বোলিং মিলিয়ে দলের কম্বিনেশন এবং বিদেশের মাটিতে দলের ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
'আমাদের যে দল তাতে বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে আমাদের। আমাদের ব্যাটিং লাইনআপ অবিশ্বাস্য। আমাদের বোলিং লাইনআপও গেল কয়েক বছরে সেরাতে পরিণত হয়েছে। আমাদের সব ক্রিকেটারের বিদেশে খেলার অভিজ্ঞতা আছে, তাই আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকাই উচিৎ নয়।'