হেলস বাদ যাওয়ায় সন্তুষ্ট মরগান-বাটলাররা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আনন্দবর্ধক ওষুধ সেবনে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ পরেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক ইয়ন মরগানসহ দলের সিনিয়র ক্রিকেটাররা।
সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন অধিনায়ক মরগান। জো রুট, মঈন আলী, বেন স্টোকস, জশ বাটলার এবং ক্রিস ওকসের সঙ্গে হেলসের ব্যাপারে সভা করেছিলেন তিনি। আর তাতেই ইংলিশ ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই।
'আমি এই ব্যাপারে কোচের সঙ্গে কথা বলেছি। এমনকি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও আমি কথা বলেছি। আসলে এই ব্যাপারে কথা বলার জন্য আমি একটি সভার আয়োজন করেছিলাম। এমন সিদ্ধান্ত দলের উপর কেমন প্রভাব ফেলে সেটা জানার জন্য।

'গত ১৮ মাসে আমরা অনেক পরিশ্রম করেছি। দলের মধ্যে একটা সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু এগুলোর কিছুই অ্যালেক্স মূল্যায়ন করতে পারিনি। পুরো দল এবং অ্যালেক্সের মাঝে এখন বিশ্বাসের ফাটল ধরেছে। সভায় অ্যালেক্সের বাদ যাওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে হয়েছে।'
শুরুতে অবশ্য ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হেলস। পরবর্তীতে বিশ্বকাপ স্কোয়াড থেকেই নাম বাদ যায় তাঁর। মূলত দলের স্পিরিট বজায় রাখতেই হেলসের বাদ যাওয়াকে স্বাগত জানাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।
মরগান আরও জানান, 'বিশ্বকাপ জিততে আমাদের অন্তত ১৫ জন ক্রিকেটার দরকার। অ্যালেক্স যা করেছে তাতে অন্য ১৪ জনের পারফরমেন্সে প্রভাব পড়তে পারত।
'আমরা তাঁকে ভাসমান রাখিনি। তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই ভাল ছিল বলে মনে করি। আমরা লম্বা সময় ধরে যা করে আসছি সেটা সে নষ্ট করে দিতে পারেনা।'
হেলসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অবনতি করতে রাজি নন কোন ইংলিশ ক্রিকেটার। বরঞ্চ দুঃসময়ে তাঁর পাশে থাকছেন অধিনায়ক মরগানসহ দলের ক্রিকেটাররা। পুরো বিষয়টিকে পেশাদারিত্বের খাতিরে দেখছে দল।
মরগান জানান, 'আমার অ্যালেক্সের সঙ্গে কথা হয়েছে। আমি তাঁকে বারবার বলেছি যে আমাদের সমর্থন তাঁর সঙ্গেই আছে। সে যেন এটার ভালো ব্যবহার করে।'