promotional_ad

ভারতীয় বোর্ডকে লক্ষণের ফিরতি চিঠি

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী একইসঙ্গে ক্রিকেট বিষয়ক দুই পদে বহাল থাকতে পারবেন না কোন কর্মকর্তা। এই ইস্যুতে  ভিভিএস লক্ষণকে চিঠি দিয়েছিল বিসিসিআই। এবার চিঠির জবাব দিয়েছেন লক্ষণ।


ভারতের ক্রিকেট অ্যাডভাইজর কমিটির (সিএসি) সদস্য লক্ষণ। কিন্তু এমন দায়িত্বে বহাল থাকার পরেও চলমান আইপিএলে সম্পৃক্ততা আছে তাঁর। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের উপদেষ্টার ভূমিকায় আছেন তিনি।


এই বিষয়ে বিসিসিআইয়ের একটি তদন্ত কমিটি কিছুদিন আগে লক্ষণকে চিঠি পাঠায়। সোমবার এই চিঠির জবাব দিয়েছেন লক্ষণ। ফিরতি চিঠিতে আত্মপক্ষ সমর্থন করে তিনি লিখেছেন,



promotional_ad

'২০১৮ সালের ডিসেম্বরে আমরা যখন কমিটি অফ এডমিনিস্ট্রেশনের কাছে আমাদের ভূমিকা জানতে চেয়ে চিঠি লিখি, তখন আমাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি।


'আমরা ভারতীয় ক্রিকেটের প্রসারের লক্ষ্যেই কাজ করছি। সিএসির সদস্য হওয়ার কারণও ছিল এটি। যোগাযোগের ঘাটতি থাকায় আমি জানতেই পারিনি, এখানে সম্পৃক্ত হওয়ার পর অন্যত্র কাজ করা যাবে না!'


সিএসির আরেক সদস্য হচ্ছেন শচিন। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স দলের উপদেষ্টা হিসেবেও আছেন শচিন। শচিনকেও ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। 


অবশ্য কয়েকদিন আগে একই ইস্যুতে সৌরভের দ্বারপ্রান্তে গিয়েছিল বিসিসিআইয়ের এই তদন্ত কমিটি। কেননা সিএসির তৃতীয় সদস্য সৌরভ এবারের আইপিএলে দিল্লী ক্যাপিটালস দলের উপদেষ্টা।



এছাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বেও আছেন কলকাতার মহারাজ খ্যাত সৌরভ। তবে তাঁর সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছে বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball